ডিএনসিসি মেয়র নির্বাচনের সিদ্ধান্ত কাল
প্রকাশিত : ০৬:১৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১১:২২ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭ শনিবার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রোববার কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে। এ সময় ঢাকা উত্তরের নতুন ১৮টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৮টি ওয়ার্ডেরও ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।
এ প্রসঙ্গে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আগামীকালের ইসির আলোচ্যসূচিতে এই নির্বাচনের বিষয়টি রয়েছে। কমিশন সচিব বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে আইনি কোনো জটিলতা নেই। স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করার সঙ্গে সঙ্গে নির্বাচন করার জন্য একটি পত্র কমিশনকে দেওয়া হয়েছে। রোববার কমিশন সভায় এ নিয়ে আলোচনা হবে। কমিশনারার যে সিদ্ধান্ত নেবেন সেটি বাস্তবায়ন করা হবে।
গত ৩০ নভেম্বর ডিএনসিসির মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর ১ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। সেক্ষেত্রে ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিশনকে এ উপ-নির্বাচন করতে হবে।
/ডিডি/ এআর