আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে এ্যাওয়ার্ড ও সনদপত্র দিয়েছে চট্টগ্রাম চেম্বার
প্রকাশিত : ০৫:০৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০৫:০৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৬ শনিবার
২৪তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে এ্যাওয়ার্ড ও সনদপত্র দিয়েছে চট্টগ্রাম চেম্বার।
শুক্রবার বিকেলে নগরীর পলোগ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। সেসময় চট্টগ্রামকে বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন সিটি মেয়র। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদসহ পরিচালকগণ, ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, অনারারী কনসাল জেনারেল অব রাশিয়ার প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।