ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ফিলিস্তিনের শীর্ষ ব্যবসায়ী আটক সৌদি আরবে

প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৭ রবিবার

ফিলিস্তিনের শীর্ষ ব্যবসায়ী সাবিহ-আল মাসরিকে সৌদি আরবে আটক করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে সৌদি-আরবের রাজধানী গত এক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তার পরিবার।

মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান জারা ইনভেস্টমেন্ট হোল্ডিং এর মালিক এবং আরব ব্যাংকের চেয়ারম্যান সাবিহ-আল মাসরির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। তার জর্ডান ও সৌদি আরবের নাগরিকত্ব রয়েছে।

তবে আরব নিউজের ওয়েবসাইটে জানানো হয়, মাসরির বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়নি। মাশরি ফিলিস্তিনের সবচেয়ে ধনী ব্যক্তি মুনিব আল মাসিরির চাচাত ভাই।  ফিলিস্তিন সিকিউরিটি এক্সচেঞ্জ এর প্রতিষ্ঠাতা মাসরি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন্ কোম্পানি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে ব্যাপক অঙ্কের বিনিয়োগ রয়েছে।

এদিকে মাসরির আটকের খবর জর্ডানকে সতর্ক বার্তা দিয়েছে সৌদি-আরব, এমনটিই জানিয়েছে রয়টার্স। শুধু তাই নয়, তার আটকের খবরে দেশটিতে হাজার হাজার কর্মী শঙ্কিত হয়ে পড়েছে।

এমজে/ এআর