টি-টেনের শিরোপা জিতলেন সাকিবরা
প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার
ক্রিকেটের নতুন সংস্করণ টি-টেন টুর্নামেন্টের প্রথম আসরে শিরোপা জিতেছে সাকিব আল হাসানের কেরালা কিংস। গতকালের ফাইনালে শিরোপা নির্ধারণী ম্যাচে পাঞ্জাবি লিজেন্ডসকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে কেরালা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেরালা কিংসের অধিনায়ক এয়ন মরগান। লুক রঙ্কির ৩৪ বলে ৭০ রানের ওপর ভর করে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে পাঞ্জাবি লিজেন্ডস। জবাবে ১২ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কেরালা কিংস।
অধিনায়ক ইয়ন মরাগান ২১ বলে ৬৩ রান করেন। আর পল স্টার্লিং ২৩ বলে ৫২ রানে অপরাজিত থাকেন ।
শিরোপা নির্ধারণী ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব। দুই ওভার বোলিং করে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। পরে ব্যাটিংয়ে নামারও সুযোগ পাননি।
সূত্র : ক্রিকইনফো
/এমআর