দিয়াজ হত্যা মামলা
সাবেক সহকারী প্রক্টর কারাগারে
প্রকাশিত : ০১:১৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৯:৪১ এএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের জামিন বাতিল করেছেন আদালত। সেইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন বাড়ানোর আবেদন করেন আনোয়ার হোসেন। বিচারক মুন্সী মসিউর রহমান শুনানি শেষে জামিন আবেদন বাতিল করে দিয়ে আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সহকারী প্রক্টরের জামিন বাতিলের পর পরই মামলার আরেক আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু ও যুবলীগ নেতা সাইফুল আলম লিমনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করেন।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকার একটি বাসা থেকে দিয়াজের লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় বলে পরিবারের অভিযোগ। ঘটনার চার দিন পর ২৪ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন ও ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ১০ জনকে আসামি করে নিহতের মা জাহেদা আমিন চৌধুরী একটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, ছাত্রলীগের সাবেক নেতা জামশেদুল আলম চৌধুরী, সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, কর্মী রাশেদুল আলম জিশান, আবু তোরাব পরশ, মনসুর আলম, আবদুল মালেক, মিজানুর রহমান, আরিফুল হক অপু ও মোহাম্মদ আরমান।
/এমআর