ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলীয় কিংবদন্তি কাকা
প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০২:২৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার
সব ধরণের ফুটবল থেকে বিদায় নিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী খেলোয়াড় রিকার্ডো কাকা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। এবার পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানালেন তিনি। দেশ কিংবা ক্লাবের জার্সি গায়ে আর দেখা যাবেনা রিকার্ডো কাকাকে।
নিজের ক্যারিয়ারের শেষ সময়টুকুতে কাকা খেলেছেন আমেরিকার মেজর সকার লিগের দল ওরল্যান্ডো সিটির হয়ে। ওরল্যান্ডো সিটির হয়ে গত অক্টোবরে শেষ ম্যাচ খেলেন তিনি। সেটিই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রইলো।
১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ (২০০২ সাল) জিতেছেন কাকা। হয়েছেন ২০০৭ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারও। ক্লাব পর্যায়ে খেলেছেন রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের মত ক্লাবে। জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা। শৈল্পিক ফুটবলের এই ধারককে নি:সন্দেহে মিস করবে ফুটবল ভক্তরা।
//এমআর