ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ডিএনসিসি নির্বাচন

দলের বাইরেও ভালো প্রার্থী আছেন : কাদের

প্রকাশিত : ০৪:২১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বেশ কয়েকজন ভালো প্রার্থী রয়েছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদের মধ্যে দলের নেতাও আছেন, আবার দলের বাইরেও ভালো প্রার্থী আছেন।

আজ সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ও নবীনগর বাসস্ট্যান্ডে সড়ক ও জনপথ বিভাগের নির্মিত দুটি ফুটওভার ব্রিজের ‍উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এবার ঢাকা উত্তর সিটিতে নির্বাচন হবে দলীয় প্রতীকে, যেটা আগে হয়নি। প্রথম দলীয় প্রতীকে সিটি নির্বাচন হতে যাচ্ছে। দলীয় প্রতীকে যে নির্বাচন হবে, সেখানে দলীয় মনোনয়ন বোর্ড আছে, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী, আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনা হচ্ছেন এই মনোনয়ন বোর্ডের চেয়ারপারসন। এরমধ্যে আমাদের নেত্রী কয়েকটি জরিপ করাচ্ছেন বিভিন্ন সংস্থাকে দিয়ে। মনোনয়ন বোর্ড বৈঠকে এই জরিপগুলো আসবে। সবকিছু মিলিয়ে আমাদেরই কিন্তু বেশ কয়েকজন ভালো প্রার্থী আছেন। দলের লোকও আছেন। আবার দলের বাইরে সমর্থকদের মধ্যেও বেশ কয়েকজন ভালো প্রার্থী এর মধ্যে এসেছেন। সব বিবেচনা করে আমরা যে প্রার্থী সবচেয়ে বেশি জনগণের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবেন, আমরা তাঁকেই দেবো।

দেশে গণতন্ত্র নেই বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, গণতন্ত্র নেই আসলে বিএনপিতেই। আর দেশে গণতন্ত্র আছে বলেই বাংলাদেশের মর্যাদা আজ বিশ্বব্যাপী। এ দেশের মাটিতে আইপিএ সম্মেলনে করে বিশ্ববাসী সেটা বুঝিয়ে দিয়েছে দেশের গণতন্ত্র আছে কি নেই।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, দেশ যদি কারাগারে পরিণত হয়, তাহলে বিএনপির বড় বড় নেতা বিভিন্ন মামলায় জামিন নিয়ে জেল থেকে কীভাবে বের হলেন?

/ এআর /