পিএসসির অধীনে আইসিটির ভাইভাতে যেসব প্রশ্ন হলো
রিজাউল করিম
প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের একটি পদের বিপরীতে হয়ে গেল ৫৬ জনের মৌখিক পরী্ক্ষা (ভাইভা)। সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ ভাইভা। চাকরি প্রত্যাশীদের মতে পরীক্ষাটি পিএসসির অধীনে হওয়ায় নিয়োগে অনেকটা স্বচ্চতা রক্ষা পাবে। তাই পিএসসির অধীনে যে কোন ভাইভাতে কী ধরনের প্রশ্ন আসতে পারে তা জানতে আগ্রহের কমতি নেই চাকরি প্রত্যাশীদের। চাকরি প্রত্যাশীদের সে আগ্রহের বিষয় মাথায় রেখে কয়েকজন পরীক্ষার্থীকে করা প্রশ্নগুলো তুলে ধরা হলো।
পিএসসিতে আইসিটি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নামে ওই পদের বিপরীতে লালমনিরহাট থেকে পরীক্ষা দিতে এসেছিলেন প্রাণীবিদ্যা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরি প্রত্যাশী। একুশে টেলিভিশন অনলাইনকে তিনি বলেন, ভাইভাতে আমাকে প্রথমে আমার নিজের সম্পর্কে জানতে চাওয়া হয়। দ্বিতীয় প্রশ্নে গঙ্গা নদীর উৎপত্তি ও প্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। তৃতীয় প্রশ্নে গঙ্গানদী সম্পর্কে একটা রূপ কথা প্রচলিত আছে, সে সম্পর্কে জানতে চাওয়া হয়। চতুর্থ প্রশ্নে মধ্যপ্রাচ্যের অস্থিরতা সম্পর্কে জানতে চাওয়া হয়। পঞ্চম প্রশ্নে বিসিএস দিয়েছি কী না জানতে চাওয়া হয়।
তিনি আরও বলেন, আইসিটি মন্ত্রণালয়ের একটি মাত্র পদের বিপরীতে ৫৬ জন্ এ মৌখিক পরীক্ষা দিলো। গত ২০১৬ সালের জুন মাসে এ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল। এতে লিখিত পরীক্ষা দিয়েছিল ৪৫৫ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ১১৮ জন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারাই অনেকে মৌখিক পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হয়। সর্বশেষ এ ৫৬ জন পরীক্ষা দিলাম। আশা করছি পরীক্ষায় কোন দুর্নীতি হবে না। কারণ এটা পিএসসির অধীনে। তাছাড়া এটা একটি পদের পরীক্ষা হলেও গত এক বছরে আরও পদ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। সেখানে জুনিয়রদের সিনিয়র পদে উত্তীর্ণ করে আমাদের একটি পদের কথা থাকলেও অনেককে-ই নিয়োগ দিতে পারে।
একইভাবে বরিশাল থেকে পরীক্ষা দিতে এসেছিল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর সম্পন্ন করা এক ভাইভা পরীক্ষার্থী। তিনি বলেন, আমাকে ম্যানেজমেন্ট কি ও এর জনক সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। পরিবারে কে কে আছেন তা জানতে চাওয়া হয়েছে। কম্পিউটারে কী কী কাজ পারি জানতে চাওয়া হয়েছে। সর্বশেষ আমি কোথা থেকে পাশ করেছি তা জানতে চাওয়া হয়।
রংপুর থেকে আসা অন্য পরীক্ষার্থী একইভাবে বলেন, আমাকে করা প্রশ্নগুলো ছিল- রংপুর কেন বিখ্যাত? রংপুরে প্রসিদ্ধ কী কী আছে? যে পদে আবেদন করেছেন এ পদের কাজ কী? কম্পিউটারের এমএস ওয়ার্ড, এক্সেল সম্পর্কে কতটুকু জানেন?
নরসিংদী থেকে আসা আর এক পরীক্ষার্থী নাম না প্রকাশের শর্তে একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, নিজ জেলার তিন জন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয়। হিন্দু ধর্মে সৎ সংঘের প্রতিষ্ঠাতা কে তা জানতে চাওয়া হয়। দেশে আচার্য নামে একজন বিখ্যাত ব্যক্তি আছেন, আমার নাম যেহেতু আচার্য তাই সেই আচার্য এবং আমার মধ্যে পার্থক্য কী জানতে চাওয়া হয়। গুগল কী, ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট কী, ডোমেন কী? এসব জানতে চাওয়া হয়।
এসএইচ/