ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া

প্রকাশিত : ১০:৫২ এএম, ১৭ এপ্রিল ২০১৬ রবিবার | আপডেট: ১০:৫২ এএম, ১৭ এপ্রিল ২০১৬ রবিবার

Khaleda-highcourtজিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আজ আদালতে হাজির হবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গেলো ৭ই এপ্রিল এই মামলায় খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৭ই এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার। ওই দিন এ মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য থাকলেও হাজির না হয়ে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ই আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক।