ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রসিক নির্বাচন প্রভাবিত করছেন এরশাদ : ফখরুল

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনকে এরশাদ প্রভাবিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নির্বাচন উপলেক্ষ রংপুরের এক পথ সভায় এ অভিযোগ করেন তিনি। এ সময় ধানের শীষের মেয়রপ্রার্থী কাওসার জামান বাবলার পক্ষে ভোট চান দলটির মহাসচিব।

ফখরুল বলেন, তিনি (এরশাদ) সরকারের বিশেষ দূত। জাতীয় পতাকা বহনকারী গাড়িতে এখানে (রংপুর) এসেছেন। নিজ প্রার্থীর পক্ষের ভোট চাইছেন। তিনি এখন রংপুরে অবস্থান করলেও রংপুরের জন্য কিছুই করেননি। তিনি এ নির্বাচনকে প্রভাবিত করছেন।

এদিন দুপুর ১টার দিকে শহরের সিও (সার্কেল অফিসার) বাজার থেকে প্রচার-প্রচারনায় নামেন ফখরুল ইসলাম। তিনি হেঁটে হেঁটে পথচারী, বিপনিবিতান, রিকশা, বাস চালক, যাত্রীসহ সবার হাতে বাবলার জীবনবৃত্তান্ত সম্বলিত লিফলেট দিয়ে ভোট চান।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন সিটি নিবার্চন পরিচালনা কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য সচিব আসাদুল হাবিব দুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকসহ স্থানীয় নেতারা।

এদিকে ভোটের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। তারা শহরের মূলাটোনা, হাজারী হাট, তামপাট, মেডিকেল রোড়, গ্র্যান্ড হোটেল, চকই সবপুর, ফতেহপুর, চিলমন, দর্শনা, আদালত পাড়া, মুন্সীপাড়া, মেডিকেল কলেজ রোড, মাহিগঞ্জের সাত মাথা চষে বেড়াচ্ছেন।

২০৩ কিলোমিটার আয়তনের রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের মোট ২৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিল পদে ৬৫ জন।

প্রার্থীদের মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু (নৌকা), বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা (হাতপাখা), বাসদের আব্দুল কুদ্দুস (মই) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম আখতার (আম)। এর আগে ২০১২ সালের ২০ ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সরফত উদ্দিন আহমেদ ঝন্টু প্রথম মেয়র নির্বাচিত হন।

বৃহস্পতিবার রংপুর সিটিতে ভোট হবে। আগামীকাল মঙ্গলবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচার বন্ধ হবে।

 

আর