সুষ্ঠু রাজনীতি চর্চা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব: ড. কামাল
প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার
সুষ্ঠু রাজনীতি চর্চা ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের মুজাফফর আহামেদ চৌধুরী মিলনায়তনে নাগরিক উদ্যোগে আয়োজিত ‘নয়া উদারতাবাদ বলয়ের বাইরে: বাংলাদেশ উত্তর সমাজ ব্যবস্থার রূপকার শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন।
মানবাধিকার কর্মী এডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সোহলো নাজনীন, বিআইডিএস গবেষণা পরিচালক ড. কাজী আলী তৌফিক প্রমুখ। সভায় সূচনা বক্তব্য দেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মির্জা হাসান।
ড. কামাল বলেন, রাজনীতি ও অর্থনীতিকে আলাদাভাবে দেখার সুযোগ নেই। দুর্নীতি, বৈষম্য ও নারীর সমানাধিকার নিশ্চিতে সুষ্ঠু রাজনীতির চর্চা করতে হবে।
তিনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে আমরা ১৯৭১ সালে সংগ্রাম করেছিলাম। পরিবর্তন ও সমানাধিকার প্রতিষ্ঠায় কাজ করেছিলাম সংবিধানে। কিন্তু এখনও নারীরের ক্ষেত্রে সমানাধিকার প্রতিষ্ঠা হয়নি।
তিনি আরও বলেন, সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন, তাদের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। আমরা পারিনি তাদের লক্ষ পূরণ করতে।