রোহিঙ্গাদের নিয়ে শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন
প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৯:৪৩ এএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
"বিপন্ন মানবতা: রোহিঙ্গা" শিরোনামে একক শিল্পকর্ম প্রদর্শনী রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে সোমবার সন্ধ্যা ৬টায় উদ্বোধন করা হয়। এ প্রদর্শনীর উদ্বোধন করেন অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আনিসুল হক এবং পরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী মো. মনিরুজ্জামান।
শিল্পী সামসুল আরেফিন মিঠু ইটিভিকে বলেন , "দেশান্তরিত মানুষের অনিশ্চিত জীবন যাএা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। আমি মনে করি একজন শিল্পী হিসেবে অনুভুতির এই দহন উপেক্ষা করতে পারি না। যদি আমি রোহিঙ্গাদের একজন হতাম, তবে কি হতো আমার। তাদের বেদনার্ত অনুভূতি আমাকে নাড়া দিয়েছে।"
তিনি আরও বলেন, "শিল্পী মোস্তফা মনোয়ার বলেছিলেন- শিল্পাচার্য জয়নুল আবেদীন যদি দুর্ভিক্ষের সময় খিচুড়ি রান্না করে খাওয়াতেন, তবে কিছু লোকের ক্ষুধা লাঘব হতো,কিন্তু ছবি এঁকে যে কাজটা করেছেন সেটা দুর্ভিক্ষ সম্পর্কে সারা দুনিয়াকে ধারণা দিয়েছে।”
এই ছবির মাধ্যমে বিশ্ববাসী জানুক মিয়ানমার রোহিঙ্গাদের ওপর কেমন অত্যাচার করেছে। আমি চাই না এ ছবি বিক্রি হোক, কারণ এ ছবিতে কান্না আছে, দুঃখ আছে, দেশান্তরিত নারী পুরুষের অবর্ণনীয় বেদনা লুকিয়ে আছে।
প্রদর্শনীটি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
কেআই/এসএইচ