সবাই সৎ পথে চলুন নামাজ পড়ুন : অনন্ত
প্রকাশিত : ১১:৪১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার
চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, ঈমানকে মজবুত রেখে কাজ করতে হবে। সবাইকে সৎ পথে চলতে হবে। তবেই জীবন সুখময় হয়ে উঠবে। রোববার ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রাক্কালে এক ফেসবুক স্ট্যাটাসে একথা বলেন তিনি।
সঠিক বাননরীতি অনুসরণ করে স্ট্যাটাসটি তুলে ধরা হলো।
বিসমিল্লাহির রাহমানির রাহিম, আসসালামু আলাইকুম
বন্ধুগণ, আমি আজ (রোববার) ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছি। প্রথমে ইনশাআল্লাহ মদিনাতে যাবো। ওইখানে তিনদিন থাকার পরে মক্কাতে যাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেনো আমার হজ কবুল করেন এবং সহজ করেন। আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো। পাশাপাশি দেশের জন্যও দোয়া চাইবো। আপনারা যেনো ঈমানের সঙ্গে মরতে পারেন, ঈমানকে মজবুত রেখে কাজ করতে পারেন। সবাই সৎ পথে চলুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। তবেই জীবন সুখময় হবে।
খোদা হাফেজ।
/ডিডি/