বিশ্বে অভিবাসী ২৫ কোটি ৮০ লাখ : জাতিসংঘ
প্রকাশিত : ০৪:১০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
প্রায় ২৫৮ মিলিয়ন বা ২৫ কোটি ৮০ লাখ লোক তাদের জন্মভূমি ছেড়ে অন্যত্র বসবাস করছে। এ হার ২০০০ সালের চেয়ে ৪৯ শতাংশ বেড়েছে। জাতিসংঘ গত সোমবার আন্তর্জাতিক অভিবাসী দিবসে দ্বিবার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০০ সালে আন্তর্জাতিক অভিবাসীদের সংখ্যা ছিলো মোট জনসংখ্যার ২.৮ শতাংশ। কিন্তু বর্তমানে এটি ৩.৪ শতাংশে উন্নীত হয়েছে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের রিপোর্টে বলা হয়েছে, উচ্চ আয়ের দেশে বসবাসের হার ২০০০ সালে ৯.৬ শতাংশ ছিলো। এ হার বেড়ে ২০১৭ সালে ১৪ শতাংশে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর দুই তৃতীয়াংশ অভিবাসি ২০ টি দেশে বাস করছে। বিশ্বব্যাপী মোট অভিবাসির বৃহত্তম সংখ্যা ৪৯.৮ মিলিয়ন বা ১৯ শতাংশ বসবাস করছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সৌদি আরব দ্বিতীয়, জার্মানি তৃতীয় এবং রাশিয়া চতুর্থ অবস্থানে রয়েছে। এখানে অভিবাসীর সংখ্যা প্রায় ১২ মিলিয়ন। অন্যদিকে, পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে রয়েছে প্রায় ৯ মিলিয়ন অভিবাসী।
সূত্র: ইউএনবি
একে// এআর