হাওর অঞ্চলবাসী সঠিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৭ এপ্রিল ২০১৬ রবিবার | আপডেট: ১২:০৩ পিএম, ১৭ এপ্রিল ২০১৬ রবিবার
অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অশিক্ষা ও কুংসস্কারের পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসকের অভাবে সঠিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হাওর অঞ্চলের মানুষ। সঠিক পরামর্শ না পেয়ে একাধিক সন্তান জন্ম দিয়ে পুষ্টিহীনতায় ভূগছে মা ও শিশু। তাই উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে দাবি জানিয়েছে হাওর অঞ্চলবাসী।
শুকনো মৌসুমে পায়ে হেটে চলা আর বর্ষায় পুরো হাওর এলাকায় অথৈ জলরাশি। সবসময়ই সংগ্রামী জীবন হাওরবাসীর।
দেশব্যাপী স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক প্রসার ঘটলেও, তার ছিটেফোঁটাও লাগেনি এখানে। নেত্রকোণার খালিয়াজুরীর বাসিন্দারা দারিদ্র, অশিক্ষা ও নানা রকমের কুসংস্কারে জর্জরিত। তাই মা ও শিশুদের স্বাস্থও নাজুক। পুষ্টিহীনতায় বেড়ে উঠছে শিশুরা। জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে নেই সঠিক ধারণা। ফলে অধিক সন্তানের জন্ম দিতে গিয়ে বাড়ছে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার।
চিকিৎসা ও স্বাস্থ্য রক্ষার মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হাওরবাসীরা। একেতো অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, তারওপর স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক সংকট। সঠিক পরামর্শ দিতে নেই স্বাস্থ্যকর্মী।
হাওরাঞ্চলের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জরুরি পদক্ষেপ নেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা।
অচিরেই পিছিয়ে পড়া হাওর এলাকায় স্বাস্থ্য সেবার মান বাড়িয়ে মা ও শিশুসহ সকলের পুষ্টিহীনতা রোধে এগিয়ে আসবে সরকার, এমনটিই প্রত্যাশা হাওরবাসীর।