২৫ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার হুমকি শিক্ষক নেতাদের
প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
দেশে ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানিয়েছে স্বাধীনতা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। দাবি পূরণ না হলে আগামী ২৫ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষাখাতে সরকারের ব্যাপক উন্নতি সত্ত্বেও দেশের ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করা হয়নি। তবে দেশের সব নন-এমপিওভূক্ত স্কুল-কলেজ-মাদ্রাসাতে ২০ লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদান করা হলেও কোন রকম সরকারি বেতন পাচ্ছেন না এক লাখেরও বেশি শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। এতে করে তারা মানবেতর জীবন-যাপন করছেন।
সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ এশারাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক শাশাহজাহান আলম সাজু বলেন, শিক্ষামন্ত্রী আমাদের বারবার আশ্বাস দিলেও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভূক্তিকরণ এখনও ঝুলে আছে, যা খুবই বেদনদায়ক। সরকারকে অনতিবিলম্বে দেশের সব নন-এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান তিনি।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্দেশে তিনি বলেন, জাতীয় সংসদে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষা এবং অধিকার বঞ্চিত শিক্ষক কর্মচারীদের জীবিকা নিরাপদ করতে এমপিওভূক্তির দাবি জানাচ্ছি।
এদিকে দাবি আদায় না হলে আগামী ২৫ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার হুমকি দিয়েছে নেতারা।
/এমজে / এআর