শিক্ষাবন্ধু মধুসূদন রায় আর নেই
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মধুসূদন রায় আর নেই ৷ গত সোমবার (১১/১২/২০১৭) বিকাল ৪টা ৫ মিনিটে ফেনী থেকে চট্টগ্রামে হাসপাতালে নেওয়ার পথে ভাটিয়ারিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ তিনি বেশ কিছুদিন যাবৎ শ্বাসকষ্ট ও হৃদরোগ জনিত রোগে ভোগছিলেন৷
১২ ডিসেম্বর চট্টগ্রামের হারুয়ালছড়িতে (বর্তমান ভুজপুর থানার অন্তর্ভুক্ত) পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷ আগামী ২৬ ডিসেম্বর ২০১৭ তাঁর পৈতৃক বাড়িতে তাঁর শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে ৷
সদালাপী মধুসূদন রায় সমাজের সব শ্রেণীর মানুষের অতি আপনজন হিসেবে পরিচিত ছিলেন। অনগ্রসর মানুষকে আলোকিত করা ছিল তাঁর ব্রত৷ তাঁর কর্মময় জীবনের বেশিরভাগ সময় কেটেছে ফেনী, নোয়াখালী, বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে৷
প্রচার বিমুখ মধুসূদন রায় তাঁর নিজ উদ্দ্যোগে প্রান্তিক জনপদে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেছেন ৷ তিনি স্ত্রী, এক কন্যা ও ৪ পুত্র সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন৷ ধ্যানে জ্ঞানে মননে রুচিতে প্রতিপদে তিনি রেখে গেছেন তাঁর স্নেহ সুধা৷ ক্ষণজন্মা এই মানুষটির প্রয়াণে অবহেলিত সমাজ হারালো এক আস্থা – নির্ভরতার প্রতীককে। মরমী এই মানুষের বিয়োগ ব্যাথায় গভীর শোকে আচ্ছন্ন তাঁর আত্মীয়, বন্ধু-সুজন৷