কর্ণাটক নির্বাচনের দিকে মুখিয়ে বিজেপি-কংগ্রেস
প্রকাশিত : ০৮:২২ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
গুজরাট নির্বাচনের পর এবার কর্ণাটক নির্বাচনের দিকে নজর ভারতের রাজনীতি পাড়ার। গুজরাটে নির্বাচনের হার জিতের থেকে এখন অনেক বেশি অংক কষা হচ্ছে কর্ণাটক নির্বাচনকে ঘিরে। বিজেপি এবং কংগ্রেসের সূত্রগুলো জানায়, গুজরাট নির্বাচনের তারিখ নির্ধারণের আরও আগে থেকে কর্ণাটক নির্বাচন নিয়ে কাজ করছিল তারা।
আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিট হবে কর্ণাটক নির্বাচন। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গুজরাটে যেমন সহজ জয় পেয়েছে বিজেপি তার থেকে অনেক বেশি কঠিন হবে বিজেপির জন্য এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধী; দুজনের জন্যই ব্যাপক প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে এবারের নির্বাচন।
এ নির্বাচনে বিজেপি “কংগ্রেসমুক্ত ভারত” প্রচারণা নিয়ে কাজ করবে। অন্যদিকে কংগ্রেসের হাতিয়ার হবে ‘উন্নয়ন’। বর্তমানে কর্ণাটকের কংগ্রেস সমর্থিত মুখ্যমন্ত্রী সিদ্ধামারা মিয়াহ বলেন, “কর্ণাটকের মানুষ স্থানীয় উন্নয়ন আর কাজের দিকে খেয়াল রেখে তাদের প্রার্থী নির্বাচন করেন। আর তারা দেখেছে গত মেয়াদে আমরা কংগ্রেস এখানে কী কী উন্নয়ন করেছি। ‘মোদি জাদু’ এখানে চলবে না। আর আমরা বিশ্বাস করি এবারের নির্বাচনও আমরাই জিতব। এটাই হবে আমাদের দলের নতুন সভাপতি রাহুল গান্ধীর প্রতি আমাদের উপহার”।
তবে গুজরাটে হারকে বেশ ইতিবাচকভাবেই দেখছে কংগ্রেস। বিজেপী অধ্যুষিত গুজরাটে তাদের ‘নৈতিক জয়’ হয়েছে বলে আজ মন্তব্য করেন দলটির সভাপতি রাহুল গান্ধী।
উল্লেখ্য, আগামী বছরের এপ্রিল-মে মাসে কর্ণাটক রাজ্য সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২২৪টি আসনের মধ্যে ১২৭টি আসন পেয়ে বর্তমানে ক্ষমতায় আছে কংগ্রেস।
সূত্রঃ এনডিটিভি
//এস এইচ এস//