ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মিউজিক ভিডিওতে সানি ও তিথি

প্রকাশিত : ১০:৪০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:৪৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

ওমর সানি ও তাইরীন তিথির গান নিয়ে ‘কথার কথা’ শীর্ষক একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এটি অচিরেই আই মিডিয়ার ব্যানারে ইউটিউবে প্রকাশিত হবে।

ওমর সানি ও তাইরীন তিথির দ্বৈত এই গানটির সুর করেছেন মাহফুজ ইমরান। সঙ্গীতায়োজন করেছেন মহিদুল হাসান মন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আলোচিত ভিডিও নির্মাতা এসডি প্রিন্স।

সুরকার মাহফুজ ইমরান বলেন, ‘কথার কথা গানটিতে নতুনত্ব রয়েছে। মিষ্টি কণ্ঠের শিল্পী তাইরীন তিথি ও ওমর সানি অসাধারণ গেয়েছেন। আশা করি, শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।’ ওমর সানি বলেন, ‘কথার কথা আমার প্রথম গান। আমার সেরাটা দিয়ে গাইতে চেষ্টা করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

/ডিডি/