ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১১ ১৪৩২

চট্টগ্রামে বাসন্তী পুজা অনুষ্ঠিত

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৬ রবিবার | আপডেট: ১২:০৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৬ রবিবার

Basanti pujaচট্টগ্রামের পটিয়ার সরদার পাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাসন্তী পুজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে সব ধর্মের অনুসারীদের আরো সচেতন হতে হবে। কুচক্রীমহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রীতির এই ঐতিহ্য সবাই মিলেই ধরে রাখতে হবে। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাসন্তী পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল সরদার, সহ-সভাপতি ভূট্টো সরদার ও সাধারণ সম্পাদক সুজিৎ সরদারসহ অন্যরা।