ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রাজপথ নয়,নেতাদের পছন্দ পদ-পদবী: গয়েশ্বর

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০২:৫৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার

দলীয় নেতাকর্মীদের সমলোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজপথে যাওয়ার চেয়ে এখন নেতাকর্মীরা পদের চিন্তাই বেশি করছে।

বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেমিল ভূইয়ার মুক্তির দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবে এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিক্ষক কর্মচারী ঐক্যজোট এই সমাবেশের আয়োজন করে।

গয়েশ্বর বলেন, সরকার আজ সারা দেশকে কারাগার বানিয়েছে। কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই কারগারে যেতে হচ্ছে। হতে হচ্ছে খুন গুমের শিকার। আজ যারা স্বাধীন দেশে বসবাস করার কথা বলছে, তারা স্বাধীনতার সঙ্গে প্রতারনা করছে। সরকার জনগণের বাক-স্বাধীনতাকে হরণ করছে।

গয়েশ্বর বলেন, খালেদা জিয়াকে যে আদালতে হাজিরা দিতে হচ্ছে এ আদালতের মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিচারকরা হলেন খাচাঁর পাখি। শেখ হাসিনা যা বলেন বিচারকরা সেভাবে রায় দেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সহাসচিব জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দলের নেতা কাদের গণি চৌধুরী প্রমুখ।

 / এআর /