রাজধানীতে গাড়ি পার্কিং এবার ‘অনস্ট্রিটে’
প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার
রাজধানীর যানজট নিরসনে অনস্ট্রিট গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর বিভিন্ন জায়গায় এ অস্থায়ী গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এ লক্ষ্যে রাজধানীকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছে। ঢাকা ট্রাফিক পূর্ব বিভাগ, ট্রাফিক দক্ষিণ বিভাগ, ট্রাফিক উত্তর বিভাগ ও ট্রাফিক পশ্চিম বিভাগে ভাগ করা হয়েছে। এছাড়া বনানী রোডেও অস্থায়ী গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
এতে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ৩ হাজার গাড়ি পার্কিং সম্ভব বলে জানা গেছে। ট্রাফিক পূর্ব বিভাগে দয়াগঞ্জ মোড় হতে জুরাইন রেলগেট (মীর হাজিরবাগ নতুন বাজার) এর এক পাশে রোডের একপাশে ৩০ টি, মতিঝিলে জনতা ব্যাংক প্রধান কার্যালয় থেকে বক চত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৩০ টি। এছাড়া মাতুয়াইল মাতৃসদন হাসপাতাল থেকে হাশিম রোড পর্যন্ত সার্ভিস রোডের এক পাশে ১০০ টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
ট্রাফিক দক্ষিণ বিভাগে হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে নেভী কল্যাণ ফাউন্ডেশন পর্যন্ত রাস্তার এক পাশে ৯০ টি, বেইলী রোডের উত্তর পাশে ১০০ টি, গাউছিয়া মার্কেট এলাকার একপাশে ৭৫ টি, পলাশী হতে নীলক্ষেত মোড় পর্যন্ত রাস্তার এক পাশে ১১৭ টি, নিউমার্কেট ১নং গেইট রাস্তার উভয়পাশে ২৫০ টি, নিউমার্কেট ২নং গেট হতে ০৪নং গেট পর্যন্ত রাস্তার পশ্চিমপাশে ১৫০টি, ধানমন্ডি ৪, ৫, ৬, ৭ ও ৮ নং রোড, মিরপুর রোডের সাথে গ্রীন রোডের সংযোগকারী রাস্তার উভয়পাশে ৭৫ টি গাড়ি পার্কিং করা যাবে বলে জানা গেছে। এছাড়া জিগাতলা থেকে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল পর্যন্ত ১০০ টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
এদিকে ট্রাফিক উত্তর বিভাগে জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ১নং সেক্টর এর সার্ভিসলেনে হোটেল মেপললিপ থেকে সাউথ-ইস্ট ব্যাংক পর্যন্ত রাস্তার পূর্বপাশে ৯০টি, উত্তরার সিঙ্গাপুর প্লাজা হতে রাজলক্ষ্মী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে৫০টি, উত্তরা আমির কমপ্লেক্সের পশ্চিমে এইচএম প্লাজা পর্যন্ত রাস্তার পূর্ব পাশে ৯০টি, বনানী ১৭ নং রোডের হাউজ নং-০৫ হতে শুরু করে হাউজ নং-৩৫/এ পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৭৫টি, বনানী ১৭ নং রোডের হাউজ নং-৮ এবিসি টাওয়ার হতে শুরু করে হাউজ নং-৪২ ইকবাল সেন্টার পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৭৫টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
এছাড়া বনানী রোড নং-১৯/এ এর হাউজ নং-৬২ হতে শুরু করে হাউজ নং-৯৩ পর্যন্ত রাস্তার পশ্চিমপাশে ৪০টি, গুলশান রোড নং-১০৩ এর হাউজ নং-সিইএন (বি)-৫ থেকে শুরু করে হাউজ নং-১ পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশে ৭০টি, গুলশান রোড নং-১০৯ এর হাউজ নং-সিইএন-৪ হতে হাউজ নং-৭ পর্যন্ত রাস্তার উত্তর পাশে ৫০টি জায়গায় পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে। এ স্পটগুলো ছাড়াও আর কয়েকটি স্পটে অনস্ট্রিট পার্কিং সুবিধা চালু করেছে ডিএমপি। ডিএমপির ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এমজে / এআর