ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

সিসির বিরুদ্ধে লড়ার ঘোষণায় সেনা কর্মকর্তার জেল

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার

মিশরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেওয়ার পর দেশটির সেনাবাহিনীর এক কর্নেলের ছয় বছরের জেল দিয়েছে দেশটির একটি সামরিক আদালতদন্ডিত ওই সেনা কর্মকর্তার নাম আহমেদ কনসোয়ামিশরের স্থানীয় গণমাধ্যম এবং ওই কর্নেলের আইনজীবি আল-জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছে

মিশরের সামরিক আইনে রাজনৈতিক মত প্রকাশের উপর নিষেধাজ্ঞা রয়েছে। আহমেদ কনসোয়া রাজনীতিতে আসার কথা প্রকাশ্যে বলে সেনা আইন লঙ্ঘন করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ অভিযোগ আদালতের দৃষ্টিতে প্রমাণিত হওয়ায় তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী আসাত হাইক্যাল।

গত মাসে ২২ মিনিটের এক ভিডিও বার্তায় আহমেদ কনসোয়া দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক সেনা প্রধান আবদেল ফাত্তাহ-আল সিসির বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচন করার ঘোষণা দেন। ওই বার্তায় আহমেদ বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, দেশের বর্তমনা অচলাবস্থা নিরসনে আমি কাজ করবো। তাই আগামী নির্বাচনে একজন প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেন তিনি। এর পরই এক সেনা আদেশে তার বিরুদ্ধে ১৫দিনের আটকাদেশ জারি করে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ওই সময়।  

তার এই আটকাদেশ ও কারাদন্ড দেওয়ার এক প্রতিক্রিয়া দেশটির বিপ্লবী নেতা আয়মান নূর বলেছেন, সিসি দেশটিকে সেনাশাসনের আঁতুরঘর বানিয়ে ফেলেছেন। এদিকে আয়মান নূরকেও দেশটিতে আসতে দিচ্ছে না সিসি।

সূত্র: আল-জাজিরা

এমজে/