ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ১২ ১৪৩১

ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

প্রকাশিত : ১০:৪৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জানজুয়ার মতে, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে রয়েছে। ফলে পরমাণু যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শুধু ভারতকেই নিশানা করা নয়, পাক ও চীনকে ঘিরে মার্কিন প্রশাসনের নীতিরও সমালোচনা করেছেন জানজুয়া। সোমবার ইসলামাবাদের একটি আলোচনা সভায় তিনি দাবি করেন, চীনকে ঠেকাতেই দিল্লির সঙ্গে জোট গড়ে এগোচ্ছে ওয়াশিংটন। পাকিস্তানকে ছাপিয়ে ডোনাল্ড ট্রাম্প ঝুঁকেছেন ভারতের দিকে।

এ সময় তিনি চীনকে তাদের বন্ধু হিসেবে তুলে ধরে মার্কিন নীতির তুমুল সমালোচনা করেছেন। তার দাবি, পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে চীনের `মহাসড়ক` প্রকল্পের গুরুত্বকে মেনে নিতে পারছে না আমেরিকা। বরং তারা এই প্রকল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এজন্যই আফগানিস্তানে পাকিস্তানকে ছাপিয়ে ভারতকে গুরুত্ব দিতে আগ্রহী ওয়াশিংটন। কাশ্মীর নিয়েও ট্রাম্প প্রশাসন পাকিস্তানের থেকে ভারতের কাছাকাছি রয়েছে বলে ক্ষোভ জানিয়েছেন এই পাকিস্তানি নিরাপত্তা উপদেষ্টা।

/ডিডি/