ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নরসিংদীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রকাশিত : ১০:০৪ এএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫৩ এএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

নরসিংদীতে ভুল চিকিৎসার ফলে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এছাড়াও ওই নবজাতকের মা আশঙ্কাজনক অবস্থায় আছেন। গত বুধবার রাতে নরসিংদীর সততা জেনারেল (প্রা:) হাসপাতালে ওই ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগ ওঠায় হাসপাতাল ছেড়ে পালিয়ে গেছেন অভিযুক্ত চিকিৎসক।

জানা গেছে, গতকাল হাসপাতালে ভর্তি হন চরসুবদ্ধি এলাকার মাসুদ মিয়ার স্ত্রী শিল্পী বেগম। এ সময় আলট্রাসনোগ্রাম না করেই তাড়াহুড়া করেই শিল্পীকে অস্ত্রোপচার কক্ষে ঢুকিয়ে দেয়। গাইনি চিকিৎসকের বদলে মাজহারুল ইসলাম নামে অন্য এক চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করানো হয়।

শিল্পির ভাই রবিউল বলেন, সম্পূর্ণ সুস্থ অবস্থায় আমার বোনকে হাসপাতালে ভর্তি করিয়েছি। চিকিৎসকরা আমাদেরকে জানায়, গর্ভের বাচ্চা ও তার মা দুজনই সুস্থ আছে। কিন্তু অস্ত্রোপচারের পরে নবজাতক মৃত বলে ঘোষণা দেয়।

হাসপাতালে দায়িত্ব পালনকারী অন্য চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, অপারেশন ও চিকিৎসা ক্ষেত্রে কিছুটা ত্রুটি ছিল। অপারেশন করার আগে রোগীর আলট্রাসনোগ্রাফি করে নিতে হয়। কিন্তু চিকিৎসক কেন তা করেননি তাঁর সঙ্গে কথা বললে জানা যাবে।

 

একে/এমআর