রংপুরে ইভিএম কেন্দ্রে এগিয়ে লাঙল
প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:১৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
উৎসবমুখর পরিবেশে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে ভোট দিয়েছেন।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোট কেন্দ্রে এক হাজার ১২২টি বুথে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোটগ্রহণ হতে পারে বলে আমাদের ধারণা। এবারের নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনের ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। ওই কেন্দ্রের দুই হাজার ৫৯ জন ভোটারের মধ্যে এক হাজার ২৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ওই কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, লাঙল প্রতীক ৬৭৪টি, নৌকা ৩৩৪টি এবং ধানের শীষ প্রতীক ১১৭টি ভোট পেয়েছে।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছয়টি বুথে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরীক্ষামূলকভাবে নির্বাচন কমিশন রংপুরের ওই কেন্দ্রেই ইভিএম ব্যবহার করে। রসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আর