ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রাজধানীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ

প্রকাশিত : ০৭:১১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

রাজধানীর হাইকোর্ট মাজার গেটের সামনে বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিয়ে গাড়িবহরের সামনে আসলে হাইকোর্টে অবস্থান করা দলের নেতাকর্মীরা বের হতে চান। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।

প্রত্যাক্ষদর্শীরা আরও জানান, হাইকোর্ট থেকে বিএনপি কর্মীরা রাস্তায় এসে হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে খালেদার গাড়িবহরের সঙ্গে থাকা দলটির নেতাকর্মীরা।

পুলিশ মাইকের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের সতর্ক করলেও প্রায় ১০ মিনিট ধরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশ আত্মরক্ষা করতে অবস্থানরত জলকামান ও এপিসির পেছনে চলে যায়। পরে পুলিশ লাঠিচার্জ করলে তারা পিছু হটে।

সংঘর্ষ চলাকালে দলের নেতাকর্মীদের একাংশ খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে রাখলেও অন্য অংশ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর আগে বিকেল ৪টায় পুরান ঢাকার বকশীবাজার আদালত থেকে গুলশানের বাসভবন থেকে রওনা করেন খালেদা। বুধবারের মতো বৃহস্পতিবারও হাইকোর্টের ভেতরে পুলিশ নেতাকর্মীদের আটকে রেখেছে এমন সংবাদ শুনে মাজার গেটের সামনে তার গাড়িবহর এসে থামান।

শাহবাগ থানা সূত্র জানা যায়, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, দায়িত্বরত পুলিশ সদস্যদের হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলাগুলোর বাদী হবে পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো রাজধানীর বকশীবাজারে আলীয় মাদরাসার মাঠে স্থাপিত আদালতে যান খালেদা জিয়া। তার আদালতে হাজিরাকে কেন্দ্র করে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এদিনও আদালতের আশপাশে অবস্থান নেন। এদিন সকাল থেকেই ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় থাকলেও বিএনপি নেতাকর্মীদের আটক করেনি।

 

আর/এসএইচ