কুড়িগ্রামের সীমান্তে বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী নিহত
প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৮ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ১১:৫৬ এএম, ১৮ এপ্রিল ২০১৬ সোমবার
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বিজিবি জানায়, রোববার রাতে রৌমারীর বেহুলার চর সীমান্তে গরু কিনতে যায় বাংলাদেশী কয়েকজন গরু ব্যবসায়ী। এসময় ভারতের ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় মোনছের আলী। পরে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিসৎক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মোল্লার চর বিজিবি ক্যাম্পের কোম্পানী ক্যাম্প কমান্ডার জানান, বিএসএফ’র কাছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।