ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বাঁশখালীতে বিদ্যুত কেন্দ্র স্থাপনের আহবান স্থানীয় সাংসদের

প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৮ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ১০:৫৮ এএম, ১৮ এপ্রিল ২০১৬ সোমবার

এলাকার উন্নয়নের স্বার্থে বাঁশখালীতে বিদ্যুত কেন্দ্র স্থাপনের আহবান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। রোববার দুপুরে বাঁশখালী উপজেলা সদরে মতবিনিময় সভায় তিনি এ’কথা বলেন। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে স্থাপিত আধুনিক বিদ্যুৎ কেন্দ্রের তথ্যচিত্র তুলে ধরা হয়। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বাঁশখালীর মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভার আয়োজন করে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন। সভায় এলাকার উন্নয়নের স্বার্থে বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দাবী জানান বক্তারা। পরিবেশের ক্ষতি না করে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে বাঁশখালীতে ব্যাপক উন্নয়ন হবে বলে জানান বিদ্যুৎ ও খনিজ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। একইসাথে এলাকার উন্নয়নের স্বার্থে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আহবান জানান স্থানীয় সংসদ সদস্য। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল। এতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরাও অংশ নেন।