ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই : ড. আবুল বারকাত

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৩:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার

আবারও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের আলোচিত অর্থনীতিবিদ ড. আবুল বারকাত। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন তিনি। আজ দুপুরে কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভোট প্রদান শেষে তার সাথে কথা বলেন একুশে টিভি অনলাইন প্রতিবেদক আলী আদনান

একুশে টিভি অনলাইনঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। অভিনন্দন।

ড. আবুল বারকাতঃ ধন্যবাদ ভাই। গণমাধ্যমের ভালবাসায় আমি মুগ্ধ।

একুশে টেলিভিশন অনলাইনঃ আপনি দীর্ঘদিন সমিতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আগেও মূল নেতৃত্বে ছিলেন। এই মুহুর্তে কী ভাবছেন?

ড. আবুল বারকাতঃ আমার স্লোগান ছিল `মানুষের জন্য অর্থনীতি`। এখানে মানুষ বলতে গণমানুষকে বুঝায়। মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্যও কিন্তু এটাই ছিলো। শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন অর্থনীতির বিকল্প নেই।

একুশে টেলিভিশন অনলাইনঃ কিন্তু আমরা তো এখনও তা থেকে অনেক দূরে আছি।

ড. আবুল বারকাতঃ ৭৫ এর পর দেশের সবকিছু উল্টো পথে হাঁটা শুরু করে। মৌলবাদী আগ্রাসনে সব জিম্মি হয়ে যায়। আমাদের অর্থনীতি তখন ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়ন ছাড়া বৈষম্যমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা সম্ভব নয়।

একুশে টেলিভিশন অনলাইনঃ সেই জায়গা থেকে বর্তমান সরকারকে কতটুকু সফল মনে করেন?

ড. আবুল বারকাতঃ দৃশ্যমান উন্নয়ন প্রচুর হয়েছে। আমি দৃশ্যমান বলতে অবকাঠামো বুঝাচ্ছি। প্রচুর কাজ হচ্ছে। যা আগে কোন সরকারের আমলে হয়নি। কিন্তু অদৃশ্যমান যেমন শিক্ষা, স্বাস্থ্য এসব ক্ষেত্রে কার্যত সফলতা পাওয়া যায়নি।

একুশে টেলিভিশন অনলাইনঃ আপনার নেতৃত্বে এগিয়ে যাওয়া অর্থনীতি সমিতির সাথে জড়িত সকলের জন্য কিছু বলবেন?

ড. আবুল বারকাতঃ রাষ্ট্রের নীতি নির্ধারণ ও বাস্তবায়নে যেমন রাজনীতিবিদদের ভূমিকা আছে, তেমনি অর্থনীতিবিদদের ভূমিকাও কম নয়। অর্থনীতি আমাদের চালিকা শক্তি। সেই জায়গা থেকে থেকে বৈষম্যহীণ ও অসাম্প্রদায়িক চেতনায় সকলকে একসাথে কাজ করার আহ্বান থাকবে।

একুশে টেলিভিশন অনলাইনঃ ধন্যবাদ। আপনার পথ চলা শুভ হোক।

ড. আবুল বারকাতঃ আপনাদের জন্য শুভকামনা থাকলো।

 

এএ/এমআর