ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

লক্ষ্মীপুরে ইটভাটার পরিবেশ দূষণের কবলে শিক্ষার্থীরা

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ১২:০৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৬ সোমবার

লক্ষ্মীপুরের রামগঞ্জে পাটোয়ারি ইটভাটার পরিবেশ দূষণের কবলে পড়েছে পাশের রামগঞ্জ মডেল কলেজের শিক্ষার্থীরা। অথচ এসব ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। মানা হচ্ছে না পরিবেশ আইনও। ফলে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের আশংকা। অনুমোদন ছাড়াই গেল ২ বছর ধরে চলছে লক্ষ্মীপুরের রামগঞ্জে পাটোয়ারি ইটভাটা। অবাধে কাঠ পুঁড়িয়ে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়া হচ্ছে পরিবেশকে। ইটভাটার ছাই-ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রামগঞ্জ মডেল কলেজের শিক্ষার্থীরা। কলেজের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে বারবার চিঠি দেয়া হলেও নির্বিকার কর্তৃপক্ষ। এদিকে ইট ভাটায় কাজে লাগানো হচ্ছে শিশুদেরও। তবে, এই ইটভাটা অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে দাবি করেন মালিক। সব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। শিগগিরই পরিবেশ বিপর্যয় রোধসহ শিশুশ্রম বন্ধ করে ইটভাটাটি অন্যত্র সরিয়ে নিতে প্রশাসন ব্যবস্থা নেবে- এমনই প্রত্যাশা স্থানীয়দের।