ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বাসায় ঢুকে বাংলাদেশিকে গুলি

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৩:১০ পিএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার

যুক্তরাষ্ট্রে মহিবুল ইসলাম (৫২) নামের এক প্রবাসী নিজের বাসায় গুলিবিদ্ধ হয়েছেন। নিউইয়র্কের বাংলাদেশি–অধ্যুষিত এলাকা এস্টোরিয়ায় ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পায়ে গুলি লাগায় তিনি প্রাণে বেঁচে যান। তাঁকে স্থানীয় মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, দুর্বৃত্তকে ধরিয়ে ‍দিতে ২৫০০ ডলার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। প্রচারপত্রে সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত দুর্বৃত্তের চারটি ছবি প্রকাশ করা হয়েছে।

এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি বাসার দরজায় নক করলে মহিবুল তাঁর পরিচয় জানতে চান। এ সময় ওই ব্যক্তি ইউপিএসের লোক বলে পরিচয় দিলে মহিবুল দরজা খুলে দেয়। এ সময় ওই ব্যক্তি মহিবুলের মাথা লক্ষ্য করে পিস্তল তাক করলে তিনি পিস্তলটি ফেলে দেওয়ার চেষ্টা করেন। গুলিটি লক্ষ্যভেদ করে তাঁর পায়ে লাগে। এ সময় আরও একজন অজ্ঞাত ব্যক্তি দরজার বাইরে অপেক্ষা করছিলো।

ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে গেলে ৯১১-নাম্বারে পুলিশকে কল দিলে অ্যাম্বুলেন্স গিয়ে মুহিবুলকে হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, আহত মহিবুলের বাড়ি মৌলভীবাজারের রাজনগর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে নিউইয়র্কে বসবাস করছেন।

প্রকাশ্য দিবালোকে বাসায় ঢুকে মহিবুলকে গুলি করার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে।

একে//