ব্র্যাক ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার
ব্র্যাক ব্যাংক লিমিটেডের কর্মকর্তারা দেশের তিনটি জেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা গাইবান্ধা, কুড়িগ্রাম ও সুনামগঞ্জে তিন হাজার ১৫০টি কম্বল বিতরণ করেন। শীতের শুরুতেই বিতরণ সম্পন্ন করার ফলে সুবিধাবঞ্চিত মানুষদের অনেক উপকার হবে।
গাইবান্ধার সাঘাটা পাইলট হাই স্কুল, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা ও সুনামগঞ্জের তাহেরপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গত ৮ ডিসেম্বর ২০১৭ এ কম্বল বিতরণ করা হয়।
এই মানবিক উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের প্রতি ব্র্যাক ব্যাংকের সব কর্মীর উষ্ণতা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ। শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিবছরের মত এবারও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা নিজেদের উদ্যোগে অর্থ অনুদানের মাধ্যমে কম্বল ক্রয় করে। মানবতার কল্যাণে আয়োজিত “ব্র্যাক ব্যাংক দৌড়: কল্যাণের পথচলা” সামাজিক উদ্যোগের অংশ হিসেবে এ কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। বিজ্ঞপ্তি
এসএইচ/