বিএনপিতে মতপার্থক্য নেই : মির্জা ফখরুল
প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার
বিএনপিতে কোনো অন্ত:র্কোন্দল নেই দাবি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলে কোনো মতপার্থক্য নেই। দল একেবারেই ‘ইউনাইটেড’। বিএনপিতে অন্তর্কোন্দল নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।
আজ ঠাকুরগাঁওয়ে সদর থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল। সেখানে তিনি বলেন, খালেদা জিয়া দলের চেয়ারপারসন ও তারেক জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। তাঁদের নেতৃত্বেই ঐক্যবদ্ধভাবে আমরা সব সময় কাজ করি।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রংপুর সিটির ভোট নিয়ে বিএনপির মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিবের ভিন্ন সুর নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে প্রশ্ন করেন সাংবাদিকরা। জানতে চান এটি খালেদা জিয়া ও তারেক রহমানের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ কি না। এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা তাঁদের জিজ্ঞাসা করেন। তবে গুঞ্জন আছে—একজন তারেকের লোক, আরেকজন বেগম জিয়ার লোক।
ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে মির্জা ফখরুল বলেন, এর উত্তরটা ওবায়দুল কাদের সাহেবের কাছেই চান, উনি যখন জানেন, উত্তর ওনার দেওয়া উচিত। আমাদের দল একদম ইউনাইটেড।
রংপুর সিটি নির্বাচন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, রংপুর বরাবরই বিএনপির জন্য সাংগঠনিকভাবে মোটামুটিভাবে একটা দুর্বল জায়গা। কিন্তু প্রমাণিত হয়েছে, আমাদের ভোট আগের চেয়ে বেড়েছে। প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে।
গুম প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জোর করে তুলে নিয়ে নিখোঁজ করা হয়, হিউম্যানিটির (মানবাধিকার) বিরুদ্ধে একটা অপরাধ। গত কয়েক মাসে আপনারা দেখেছেন মানবাধিকার সংস্থাগুলো তথ্য দিয়েছে তিন মাসে ১৫১ জন গুম হয়েছে।
/ এআর /