
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাংচুরে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন আনোয়ারা ও কর্ণফুলী থানা আওয়ামী লীগ নেতারা। ঘটনার জন্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে দায়ী করেছেন তারা।
রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপজেলা নেতারা এ দাবী জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমেদ। অভিযোগ করা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের ভোটে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হয়। এরইমধ্যে এ তালিকা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে জমা দেয়া হয়েছে। কিন্তু জেলা নেতৃত্ব তাদের পছন্দের প্রার্থী মনোনয়ন দিতে নানা কৌশল অবলম্বন করছে।