মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন খালেদা জিয়া
প্রকাশিত : ০৯:১৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার

বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে আগামীকাল রোববার মুক্তিযোদ্ধা সমাবেশ’ প্রধান অতিথি হিসাবে অংশ নিবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে রোববার বিকাল তিনটায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সহ-দফতর সম্পাদক তাইফুর রহমান টিপু।
তাইফুর রহমান টিপু জানান, মহান বিজয় দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছে। সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দেওয়া কথা রয়েছে।
টিআর