ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

আবারো ঢাকার প্রেক্ষাগৃহে হালদা

প্রকাশিত : ১০:৩১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার

ঢাকার সিনেমা হলগুলোতে আবার প্রদর্শণ শুরু হয়েছে তৌকির আহমেদ পরিচালিত হালদা চলচ্চিত্রটি। গত পহেলা ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পায়। সারা দেশের ৮১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। দর্শক নন্দিত চলচ্চিত্রটি মুক্তির পর থেকে টানা চতুর্থ সপ্তাহেও ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের আলমাস সিনেমা হলে চলছে। হল মালিকরা বিভিন্ন কারণে সিনেমাটি মুক্তির এক সপ্তাহ পরে সিনেমা হল থেকে নামালেও এখন আফসোস করে বলছেন হালদা সিনেমা নামানো ঠিক হয়নি। তাই নতুন করে আবার হলে  আসছে সকল শ্রেণির দর্শকের পছন্দের সিনেমা হালদা।    

এদিকে রাজধানীর বলাকা ও শ্যামলী সিনেমা হলে আবার প্রদর্শিণী শুরু হয়েছে হালদা সিনেমার। হালদা টিম বিকালে বলাকা সিনেমা হলে পৌছুলে দর্শকরা ঘিরে ধরেন সিনেমার পরিচালক তৌকির আহমেদকে।  যারা সিনেমা দেখেছেন তারা ভালো লাগার কথা জানান এবং অনেকেই বলেন হালদা সিনেমাটি দেখতে এসেছেন।  পরিচালক তৌকির আহমেদকে ঘিরে ধরে থাকা দর্শকের মাঝে হাজির হন সিনেমাটির অভিনেতা জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, শাহেদ আলী সুজন ও হালদা টিম।

ভক্তরা প্রিয় অভিনেতা অভিনেত্রীদের কাছে পেয়ে ছবি তুলতে শুরু করেন। তার পরে সবাই মিলে সিনেমার শো দেখে যখন নিচে নামলেন ততক্ষণে বলাকা সিনেমা হলের আঙ্গিনায় দর্শক-পরিচালক-অভিনেতা-অভিনেত্রীদের মিলন মেলা বসেছে। ঠিক তখন ই জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু এসে উপস্থিত। দর্শকরা আবার হুমড়ি খেয়ে বসলেন ছবি তুলতে। বিদায় নিলেন তিশা ও জাহিদ হাসান। তখনো চলছে পরিচালক তৌকির আহমেদ এর সাথে ছবি তোলা ও সিনেমাটির ভালো লাগার অনুভূতি শেয়ার করা। তৌকির আহমেদও দর্শকদের আবেদন মেনে নিয়ে দীর্ঘ সময় আড্ডা ও ছবি তুললেন। তার পরে যখন তিনি চলে যাচ্ছিলেন, তখনো ভক্তরা চিৎকার করে বলতে থাকেন, পরবর্তী সিনেমা আরো ভালো হবে আশা করি। তৌকির আহমেদ গাড়ির ভিতর থেকে ভক্তদের হাত বাড়িয়ে একটি মিষ্টি হাসি উপহার দিয়ে বিদায় নিলেন। হয়তো তিনি তার এই হাসির মাধ্যমেই জানিয়ে দিলেন আপনাদের এই ভালবাসার জন্যই আমি পরবর্তী সিনেমা আরো যত্ন নিয়ে বানাবো।

 

এসি/