জাতিসংঘের নয়া অবরোধ কোরিয়া অঞ্চলের শান্তি বিনষ্ট করবে : পিয়ং ইয়ং
প্রকাশিত : ১১:২৭ এএম, ২৪ ডিসেম্বর ২০১৭ রবিবার
জাতিসংঘ আরোপিত নয়া অবরোধকে এক ধরণের যুদ্ধ বলে অবিহিত করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আরোপিত নয়া নিষেধাজ্ঞা দেশটির গোটা অর্থনীতির ওপর প্রভাব ফেলবে। এই অবরোধ উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের চরম অস্বস্তির প্রতিফলন বলেও উল্লেখ করা হয়েছে নিষেধাজ্ঞায়। এটি কোরিয়া অঞ্চলের শান্তি বিনষ্ট করবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষার জবাবে সম্প্রতি দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। উত্তর কোরিয়ার শতকরা ৯০ ভাগ পেট্রল আমদানির উপর নিষেধাজ্ঞাসহ প্রস্তাব আনে যুক্তরাষ্ট্র।
এই নিষেধাজ্ঞাকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এক ধরণের যুদ্ধ উল্লেখ করে পিয়ংইয়ং বলেছে, এর ফলে কোরিয়া অঞ্চলে শান্তি ও স্থিতি বিনষ্ট করবে।
সূত্র : বিবিসি।
/ এআর/