অভিনয় শিল্পী সংঘ এবং স্বপ্ন’র মধ্যে সমঝোতা স্মারক সই
প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭ রবিবার
সুবিধা বঞ্চিত অভিনয় শিল্পীদের সাহায্যে উদ্যোগ নিল স্বপ্ন। দেশের অন্যতম বৃহৎ সুপারস্টোর চেইন শপ স্বপ্ন তাদের ‘সামাজিক দায়বদ্ধতা’ কার্যক্রমের অংশ হিসেবে টেলিভিশন অভিনয় শিল্পীদের মধ্যে যারা আর্থিকভাবে অসচ্ছল অথবা সুবিধা বঞ্চিত তাদের সাহায্য করবে।
এ উপলক্ষ্যে সম্প্রতি তেজগাঁওয়ে অবস্থিত এসিআই সেন্টারে ‘অভিনয় শিল্পী সংঘ’ এবং ‘স্বপ্ন’র মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারকের মাধ্যমে শিল্পী সংঘের মনোনীত ২০ জন সদস্যকে মাসিক পাঁচ হাজার টাকার বাজার সুবিধা দেবে স্বপ্ন। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদেরও বিভিন্ন সুযোগ সুবিধা দিবে এসিআই লজিস্টিক্সের এ প্রতিষ্ঠান।
চুক্তি সাক্ষর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। এছাড়াও আরও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির বিজনেস পরিচালক সোহেল তানভির খান এবং সাইফুল আলম, চিফ অব সেলস সামসুদ্দোহা শিমুল, অভিনেতা আজিজুল হাকিম, আহসান হাবিব নাসিম, শর্মিলী আহমেদ, তানিয়া, আজাদ আবুল কালামসহ আরও অনেকে।
//এসএইচএস//এসএইচ/