ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় যেই জড়িত থাক, কাউকেই ছাড় দেওয়া হবে নাঃ নেস্টর এসপেনিল্লা

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ০২:৫৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৬ সোমবার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের ডেপুটি গভর্নর নেস্টর এসপেনিল্লা এ তথ্য জানিয়েছেন। বলেছেন, যেই জড়িত থাক, কাউকেই ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় এবার আরো কঠোর হচ্ছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। অর্থ পাচারের সঙ্গে ফিলিপাইনের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান জড়িত থাকলে তাদের জরিমানা বা এমনকি কার্যক্রম বন্ধ করা হতে পারে বলে জানিয়েছে ব্যাংকটির ডেপুটি গর্ভনর। সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, অর্থ চুরির সঙ্গে জড়িত থাকলে ব্যাংকের পরিচালক থেকে শুরু করে শাখা ব্যবস্থাপক সবাইকেই বিচারের আওতায় আনা হবে। তবে কোনো আর্থিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি তিনি। তদন্তের কতটুকু জনসম্মুখে প্রকাশ করা হবে তা কেন্দ্রীয় ব্যাংকই নির্ধারণ করবে বলেও জানান তিনি। এদিকে নতুন তথ্য দিয়েছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। বলেছেন, হ্যাকিংয়ের ঘটনায় বাংলাদেশ বা ফিলিপাইনের কোনো নাগরিক জড়িত নন। তবে এ নিয়ে এখনই কিছু জানাতে রাজি নন তিনি। এদিকে শ্রীলংকার গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, অর্থ চুরির ঘটনায় তাদের হাতে থাকা আরো কিছু তথ্য বাংলাদেশকে দিয়েছেন তিনি।