ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

২৬ বলে সেঞ্চুরি করলেন বাবর আজম

প্রকাশিত : ১১:২৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ১১:৩২ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার

সাধারণত ঠান্ডা মাথায় ব্যাট করে থাকেন পাকিস্তানের ব্যাটিং তারকা বাবর আজম। তবে ব্যাট হাতে মারকাটারিও যে কম পারেন না সেটাই এবার দেখালেন এ ব্যাটিং সেনসেশন। ২৬ বলে সেঞ্চুরি করলেন তিনি। গতকাল রোববার পাকিস্তানের ফয়সালাবাদে টি-টেন ফরম্যাটের একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করে শহীদ আফ্রিদি ফাউন্ডেশন। এ ম্যাচেই এই কীর্তি গড়েন বাবর।

এ ম্যাচে এসএএফ রেডস ও এসএএফ গ্রিন নামে দুটি দল মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ২০১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় এসএএফ রেডস। ২০ বলে ৮৪ রান করে স্বেচ্ছা অবসরে যান শোয়েব মালিক। ২৩ বলে ৭৬ রানের ইনিংস খেলেন ফাখর জামান। বাবর আজমের এক ওভারে শোয়েব মালিক ছয়টি ছক্কা হাকিয়েছেন।

২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাবর আজমের ২৬ বলে সেঞ্চুরির কল্যাণে জয়ের বন্দরে পৌঁছে যায় এসএএফ গ্রিন।

 

সূত্র : এনডিটিভি স্পোর্টস

/এমআর