অভিনেতা পার্থ মুখোপাধ্যায় আর নেই
প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৪:১৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার
দীর্ঘ রোগভোগের পর মারা গেলেন অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
১৯৫৬ সালে একজন শিশু শিল্পীর খোঁজ করছিলেন পরিচালক চিত্ত বসু। তখনই ছোট্ট পার্থ’র সঙ্গে আলাপ হয়। সে বছরই ‘মা’ সিনেমাতে শিশু শিল্পী হিসেবে ফিল্মি দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটে তাঁর। ৬০’র দশকে প্রথম সিনেমা পরিচালক তপন সিংহের ‘অতিথি’। সেই সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান পার্থ মুখোপাধ্যায়। এরপর ১৯৬৩ সালে ‘বালিকা বধূ’ সিনেমাতে তাঁর অভিনয় ভীষণ ভাবে প্রশংসিত হয়। ৭০’র দশকে ‘ধন্যি মেয়ে’ এবং ‘অগ্নিশ্বর’, ৮০’র দশকে ‘আমার পৃথিবী’ এবং ‘বাঘ বন্দি খেলায়’ উত্তর কুমারের ছেলের ভূমিকায় অভিনয় করেন পার্থ মুখোপাধ্যায়। ভেনিস চলচ্চিত্র উত্সবে একটুর জন্য তাঁর হাতছাড়া হয় সেরা অভিনেতার পুরস্কার।
সূত্র : জি নিউজ
এসএ/