২০১৭ : ক্রিকেটে অপ্রাপ্তির চেয়ে প্রাপ্তি বেশি
প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ১০:০৮ এএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
বিদায় নিচ্ছে ২০১৭। কদিন পরেই শুরু হচ্ছে নতুন বছর ২০১৮। বছর শেষে প্রশ্ন জাগতেই পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটি কেমন ছিলো ?
সাফল্য-ব্যর্থতার মধ্য দিয়েই গেছে ২০১৭ সাল। নিউজিল্যান্ডের সাথে হেরে বছরটা শুরু হয়েছিলো টাইগারদের। শেষটাও হয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে। এই সিরিজের মাঝখানের সময়টাতে সাফল্য ধরা দিয়েছে বাংলাদেশের কাছে। অনেক বড় বড় দলের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। নিচে তেমনি কয়েকটি গুরুত্বপূর্ণ জয় নিয়ে আলোচনা করা হলো।
মার্চ ১৫-১৯
বছরের প্রথম জয়টি আসে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে। তাও আবার টেস্টে। শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কা যেনো অদম্য সিংহ! সেই সিংহদের ডেরায় সিংহদের বিপক্ষে ৪ উইকেটে জয় লাভ করে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট বিজয়। এ জয়ের ফলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ ভাগাভাগি করে টাইগাররা। ঐতিহাসিক এই ম্যাচে সেরা হয়েছিলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।
মার্চ ২৫
এদিন ওয়ানডেতে লঙ্কানদের হারায় টাইগাররা। টেস্টের মতো এ ম্যাচেও সেরা খেলোয়াড় ছিলেন তামিম ইকবাল। তামিমের ১২৭ রানের ওপর ভর করে ৫ উইকেটে ৩২৪ রানের বিশাল স্কোর করে বাংলাদেশ। এছাড়া সাকিব আল হাসান ৭২ ও সাব্বির রহমান ৫৪ রান করেন। জবাবে ২৩৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ৯০ রানের জয় পায় বাংলাদেশ। এই ম্যাচে জয়ের মধ্য দিয়েই শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ ড্র করে বাংলাদেশ।
এপ্রিল ৬
এটি ছিলো মাশরাফি বিন মুর্তজার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। মাশরাফির বিদায়ী টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতে ৪৫ রানে। সাকিবের ৩৮, ইমরুলের ৩৬ ও সৌম্য সরকারের ৩৪ রানের ১৭৬ রান করে বাংলাদেশ। ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ১৩১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ৪৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ম্যাচসেরা হন সাকিব আল হাসান। এ জয়ের ফলে লঙ্কানদের মাঠে টি-টোয়েন্টি সিরিজ ড্র করে বাংলাদেশ।
মে ২৪
আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ২৭১ রানের টার্গেট ৫ উইকেট হারিয়েই টপকে যায় বাংলাদেশ। ম্যাচসেরা হন মুশফিকুর রহিম।
জুন ৯
২০১৭ সালের ১৯ জুনের এই জয়টিই ছিলো ২০১৭ সালে বাংলাদেশের সবচেয়ে মুল্যবান ওয়ানডে জয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এ ম্যাচে জয়ের ফলেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে খেলে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ২৬৬ টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৩৩ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনে মিলে গড়েন ২২৪ রানের জুটি। সাকিব আল হাসান ১১৪ রান করে আউট হয়ে গেলেও ১০২ রানে অপরাজিত থাকেন রিয়াদ।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে উঠে ক্রিকেট বিশ্বকে আবারও চমকে দিয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের ফাইনালের দুই দলকে বিদায় করে বাংলাদেশ পৌঁছে শেষ চারে। এবারই প্রথম আইসিসির কোনো টুর্নামেন্টে সেমি-ফাইনাল খেলে বাংলাদেশ।
আগস্ট ৩০
২০১৭ সালের ৩০ শে আগস্ট দিনটি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এদিন টেস্টে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে বধ করে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০ রানে হারায় অজিদের। ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করে ম্যাচসেরা হন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া মতো বড়ো দলের বিপক্ষে টেস্ট সিরিজ ভাগাভাগিও করে বাংলাদেশ।
সাফল্য-ব্যর্থতার মধ্য দিয়েই গেছে ২০১৭ সাল। তবে সাফল্য ও ব্যর্থতার মাঝে তুলনা করলে সাফল্যের পাল্লাটাই ভারি হবে বাংলাদেশের। ২০১৭ সালে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে গেছে অনেকটাই, পৌঁছেছে নতুন উচ্চতায়।
সূত্র : ক্রিইকইনফো, ক্রিকবাজ
//এমআর