আবাসন মেলার শেষ দিনে ছাড়ের ছড়াছড়ি
প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার
মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের জন্য রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা-২০১৭। সোমবার সরকারি ছুটি ও মেলার শেষ দিন আর বিভিন্ন ছাড়ে সকাল থেকেই জমজমাট মেলা প্রাঙ্গন। কম দামে প্লট বা ফ্ল্যাটের পাশাপাশি কিস্তি সুবিধা চায় ক্রেতারা। আর ক্রেতাদের চাহিদাকে বিবেচনায় নিয়েই আবাসন ব্যবসায়ীরা নানা অফার নিয়ে এসেছে মেলায়। অপরদিকে ব্যাংক ঋণের সুদ কম থাকায় এবারের মেলায় কেনাবেচায় সন্তুষ্ট আবাসন ব্যবসায়ীরা।
পাঁচ দিনব্যাপী আবাসন মেলার শেষ দিন হলো আজ সোমবার। মেলার শেষ দিনের পাশাপাশি সরকারি ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় ক্রেতা-দর্শনার্থী ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থীদের উপস্থিতিও। দুপুর পর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মেলা প্রাঙ্গণ। শেষ দিনে ক্রেতাদের বাজেট অনুযায়ী প্লট কিংবা ফ্ল্যাটের খোঁজ নিতে এসেছেন রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষ। এদিন ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মেলায় অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে বেশ স্বস্তি দেখা গেছে। এর আগে গত বৃহস্পতিবার এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ মেলা চলবে আজ রাত ১০টা পর্যন্ত।
রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন ইটিভি অনলাইনকে জানান, বর্তমানে ব্যাংক হতে আট থেকে ৯ শতাংশ সুদে গৃহঋণ পাওয়া যাচ্ছে। এর ফলে এবারের মেলায় ক্রেতাদের ভালো সাড়া মিলেছে। সুদহার কম থাকায় এবারের মেলায় কেনাবেচাও ভাল।
কেমন বিক্রি হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত কয়েকটি মেলার চেয়ে এবার ভাল হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। সব স্টলের তথ্য এখনও আমাদের হাতে আসেনি। তবে আজ মেলা শেষে আনুষ্ঠানিকভারে আমরা জানিয়ে দেব।
হাবিব নাসের নামের এক দর্শনার্থী জানান, ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে প্লট কিংবা অ্যাপার্টমেন্ট কিনতে মেলায় আসেন। এখানে বিভিন্ন কোম্পানির সঙ্গে তুলনা করে চাহিদা অনুযায়ী দেখে-শুনে কিনতে পারছেন।
আমি গত দুই দিন ধরে আসলেও বুকিং দেয়নি। তবে আজ দেখে শুনে একটি ভাল কোম্পানির প্লটে বুকিং দিয়েছি।
চলছে বিশেষ ছাড় : ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন দামে অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট আর প্লটের তথ্য নিয়ে হাজির হয়েছে আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। সঙ্গে রয়েছে মেলা উপলক্ষে মনকাড়া সব অফার। বিশ্বাস বিল্ডার্সের চীফ মার্কেটিং এএসএম সোলাইমান ইটিভি অনলাইনকে জানান, মেলা উপলক্ষে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। বাউন পেমেন্টেই কেবল এই ছাড় প্রযোজ্য। তাছাড়া ফ্ল্যাট হস্তান্তরের সঙ্গেও থাকছে বিশেষ উপহার।
জাপান গার্ডেন সিটির ম্যানেজার খন্দাকার তুহিন জানান, আমাদের রেডি বা অন গোয়িং ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের জন্য সব ক্ষেতার সুবিধার্তে ১০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। তবে যারা মেলায় বুকিং দিবে শুধু তাদের জন্যই এ ছাড় প্রযোয্য হবে বলে জানান তিনি।
হাইপেরিয়ান গ্রুপের হাইপেরিয়ান হোটেল সান কোস্ট লি. কক্সবাজারে। এখানে মাত্র এক লাখ ২৫ হাজার টাকায় থ্রি স্টার হোটেলের মালিক হওয়ার সুযোগ রয়েছে। এ হোটেলটি আগামী বছরের ১৮ জুলাই উদ্বোধন করা হবে। এতে ১ লাখ ২৫ হাজার টাকা বিনিয়োগ করে যে কেউ প্রতিমাসে এক হাজার ২৫০ টাকা আয় করতে পারবেন। থাকছে বছরে ছয় দিন ফ্রি অবকাশ যাপনের সুবিধা।
পূর্বাচল মালুম সিটি মেলা উপলক্ষে এককালীন প্লট ক্রয়ে ৩০ শতাংশ ছাড় দিচ্ছে। রাজউক পূর্বাচলের চার ও ২১ নম্বর সেক্টর সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে আধুনিক সুপরিকল্পিত আবাসন পূর্বাচল মালুম সিটি। মালুম সিটির মার্কেটিং ম্যানেজার মেসকাত হোসাইন একুশে টিভি অনলাইনকে বলেন, তাদের এ অফার চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রকল্প পরিদর্শনের জন্য পরিবহনের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।
পূর্বাচল মেরিন সিটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মো. শাহ আলম বলেন, প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০১০ সালের আগস্টে। অতি আনন্দের বিষয় পূর্বাচল মেরিন সিটি ইতিমধ্যে খুব অল্প সময়ের মধ্যে ৩০০ প্লট হস্তান্তরের উপযোগী করে তুলেছে। অতি শিগগিরই প্লটগুলো ক্রেতাদের মাঝে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, মেলা উপলক্ষে ক্যাশ পেমেন্ট ২৫ শতাংশ ছাড়সহ তিন দিনের মধ্যে সাফ কাওলা এবং প্লট বুঝিয়ে দেওয়া হয়।
আর/এসএইচ