বড়দিনে ৫২৬ আসামিকে মুক্তি দিল শ্রীলঙ্কা
প্রকাশিত : ০৮:১৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার
বড়দিন উপলক্ষ্যে ৫২৬ দন্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দিয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা শিরিসেনা। সোমবার শ্রীলঙ্কার কেন্দ্রীয় কারাগারের একজন ঊর্ধতন কর্মকর্তা চীনা গণমাধ্যম জিনহুয়াকে বিষয়টি নিশ্চিত করেছে।
মূলত, লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত আসামিদের মুক্তি দিতে যাচ্ছে সরকার। জেল কমিশনার এইচএমটিএন উপুলডেনিয়া বলেন, বড়দিন উদযাপনে বিশেষত্ব আনতেই মাইথ্রিপালা শিরিসেনা এমন সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বড়দিন উপলক্ষ্যে জেল প্রাঙ্গনে এক ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়েছে।
শ্রীলঙ্কার মোট জনসংখ্যার সাত শতাংশ খ্রিস্টান ধর্মীবলম্বী। মূলত দেশটির পশ্চিমাঞ্চলে খ্রিস্টান ধর্মালম্বীদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। উল্লেখ্য, শ্রীলঙ্কা প্রতিবছরের বিশেষ দিনগুলিতে লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত আসামিদের মুক্তি দিয়ে থাকে। বিশেষ করে, তাদের স্বাধীনতা দিবস ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ অনুষ্ঠানে তারা এ পদক্ষেপ নিয়ে থাকে।
সুত্র: জিনহুয়া
এমজে/