ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রোহিঙ্গাদের সুরক্ষায় জাতিসংঘে প্রস্তাব পাস

প্রকাশিত : ০৮:২২ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার

রোহিঙ্গাদের সুরক্ষার প্রশ্নে উত্থাপিত একটি প্রস্তাব জাতিসংঘে পাস হয়েছে। গতকাল রবিবার  অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়। প্রস্তাবটিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের  কাছে রোহিঙ্গাদের সুরক্ষার পাশাপাশি  মিয়ানমারে একজন বিশেষ দূত নিয়োগের জন্যও প্রস্তাব করা হয়। তবে চীন-রাশিয়াসহ ১০ টি দেশ এ প্রস্তাবের বিরোধিতা করে।

পৃথিবীর সবথেকে বিপন্ন ওই জনগোষ্ঠীর ওপর চলমান সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে উত্থাপিত প্রস্তাবটি অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

পরিষদের ১২২ টি সদস্য দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। বিরোধিতা করেছে ১০ টি দেশ। আর ২৪টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। এদিকে মিয়ানমারের পাশাপাশি প্রস্তাবটির বিরোধিতা করেছে চীন, রাশিয়া, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন ও ভিয়েতনাম, বেলারুশ, সিরিয়া ও জিম্বাবুয়ে।

রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে গত ২৫ আগস্ট হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে ছয় লাখেরও বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে আসে । 

বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় খুঁজে পেয়েছে মানবতাবিরোধী অপরাধের আলামত। জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ আখ্যা দিয়েছে। তাদের বিরুদ্ধে উঠা  এইসব অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমারের সেনাবাহিনী।  তাই এই নিধনযজ্ঞ বন্ধ করতে রবিবার মিয়ানমার সরকারকে আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়।

 

সূত্র: দ্যা গার্ডিয়ান

 

 

এম