ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ইনামুল হকের সঙ্গে অভিনয়ে পরাণ

প্রকাশিত : ১০:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার

বিশিষ্ট অভিনয়শিল্পী ড. ইনামুল হকের সঙ্গে একটি টেলিছবিতে অভিনয় করলেন পরাণ। এর শিরোনাম ‘একদা চার জন’হাসান ফুয়াদের রচনায় এটি পরিচালনা করেছেন মনির হোসেন জীবন।

সম্প্রতি ঢাকার মনোরম লোকেশনে এ টেলিছবির চিত্রধারণ করা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন আহসান হাবীব নাসিম, শাহেদ, তন্ময়, অভি, সিনথিয়া প্রমুখ।

স্বাধীন চলচ্চিত্রের ব্যানারে ‘একদা চার জন’ টেলিছবির কাহিনী রচনা ও সম্পাদনা করেছেন হাসান ফুয়াদ। আবহ সংগীত করেছেন ফরিদ আহমেদ। অচিরেই এটি প্রচারিত হবে।

/ডিডি/