ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নীলফামারীতে মাদ্রাসা শিক্ষক তার সন্তানকে সিগারেট খাওয়ানোর অভিযোগে শিক্ষার্থীকে মারধর

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৯ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১২:৫৮ পিএম, ১৯ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

নীলফামারীতে এক মাদ্রাসা শিক্ষক তার সন্তানকে সিগারেট খাওয়ানো অভিযোগ এনে, আরেক মাদ্রাসার শিক্ষার্থীকে ডেকে নিয়ে বেধরক পিটিয়েছেন। নির্যাতনের শিকার শিক্ষার্থীর স্বজনদের অভিযোগ, মিথ্যা অযুহাতে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। ঘটনার পর থেকে নির্যাতনকারি মাদ্রাসা শিক্ষক পলাতক। নীলফামারী সদর উপজেলার কানিয়ালখাতা ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী বাপ্পী মোল্লা। শরীরে ক্ষত নিয়ে ছটফট করছে হাসপাতালের বিছানায়। গত ১২ এপ্রিল পাশ্ববর্তী ডাকবাংলো হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এমদাদুল হক দাদুল, তার নিজের সন্তান ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে সিগারেট খাওয়ানো অভিযোগে বাপ্পীকে লঠি দিয়ে বেধড়ক পেটায়। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ছেলের উপর নির্মম নির্যাতনের বিচার দাবী করেছেন আহত শিক্ষার্থীর স্বজনরা। তারা বলছেন, মিথ্যা অযুহাতে বাপ্পীকে নির্যাতন করা হয়েছে। এদিকে ঘটনায় পর থেকে মাদ্রাসা শিক্ষক এমদাদুল পলাতক। এ বিষয়ে নীলফামারী সদর থানায় মামলাও হয়েছে। সুষ্ঠু তদন্ত ও আইননানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। শিক্ষার্থীর উপর এমন বর্বরতার বিচার চেয়েছে এলাকাবাসীও।