ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৩ ১৪৩১

চারদিনের টেস্টের অভিষেক আজ

প্রকাশিত : ১০:৫০ এএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:৫২ এএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

আজ থেকে যাত্রা শুরু করছে বহুল আলোচিত চারদিনের টেস্ট। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যকার আজকের বক্সিং ডে টেস্টের মধ্য দিয়েই অভিষেক হতে যাচ্ছে চারদিনে টেস্টের। পোর্ট এলিজাবেথে আইসিসির প্রবর্তিত নতুন নিয়মে শুরু হচ্ছে এ টেস্ট।

পাঁচ দিনের টেস্টে ৯০ ওভার করে মোট ৪৫০ ওভার খেলা হয়। আর চার দিনের টেস্টে ৯৮ ওভার করে মোট খেলা হবে ৩৯২ ওভার। তবুও ৫ দিনের তুলনায় ৫৮ ওভার খেলা কম হবে।

চার দিনের টেস্টে প্রতিদিন খেলা হবে সাড়ে ছয় ঘণ্টা করে। পাঁচ দিনের ম্যাচের থেকে আধঘণ্টা বেশি। প্রথম দুটো সেশনকে ভাগ করা হয়েছে দু’ঘণ্টার জায়গায় এক ঘণ্টা ১৫ মিনিট করে। প্রথমার্ধের পর লাঞ্চ ব্রেকের বদলে হবে ২০ মিনিটের টি-ব্রেক। আর দ্বিতীয় অর্ধের পর ৪০ মিনিটের ডিনার ব্রেক। দিনের খেলায় যে সময় নষ্ট হবে সেটা পরের দিনে নিয়ে যাওয়া হবে না। ফলোঅন ২০০ রানের বদলে ১৫০ রানে করানো যাবে।

টেস্টটি আবার দিবা-রাত্রিরও। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ের মধ্যে ম্যাচটি হতে চলেছে অষ্টম দিবা-রাত্রির টেস্ট। দক্ষিণ আফ্রিকায় এই প্রথম ফ্ল্যাড লাইটের আলোয় টেস্ট খেলা হতে চলেছে।

 

সূত্র : ক্রিকবাজ

/এমআর