বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের পর্দা উঠছে আজ
প্রকাশিত : ১২:১০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের পর্দা উঠছে আজ। রাজধানীর ধানমণ্ডি আবাহনী মাঠে শাস্ত্রীয় সংগীতের এই ৬ষ্ঠ অধিবেশন শুরু হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাতব্যাপী এ অনুষ্ঠান চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে গবেষক, চিন্তাবিদ ও শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানকে। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, আবাহনী লিমিটেডের সভাপতি সালমান এফ রহমান, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী।
উৎসবে সুরের মূর্ছনা ছড়াবেন ওস্তাদ রশিদ খান, পণ্ডিত অজয় চক্রবর্তী, উলহাস কাশালকার, কৈবল্যকুমার গুরভ ও বিদুষী পদ্মা তালওয়ালকার। সন্তুর বাজাবেন পণ্ডিত শিবকুমার শর্মা। সেতার বাজাবেন পণ্ডিত বুধাদিত্য মুখোপাধ্যায়, কুশল দাস ও ওস্তাদ শহিদ পারভেজ খান। পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার বাজাবেন সরোদ। থাকবে সুজাতা মহাপাত্রের ওডিশি নাচ। উৎসব শেষ হবে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশি দিয়ে।
এসএ/